ঢাকা | মে ১৪, ২০২৫ - ৩:৪৪ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

  • আপডেট: Saturday, June 1, 2024 - 11:08 am

অনলাইন ডেস্ক: আগামীকাল শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকা। এটি বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে প্রতিটি দল এখন বিশ্বমঞ্চে। এখন ব্যস্ত আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলায়।

বাংলাদেশও পৌঁছে গেছে। খেলেছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। ২-১ এ হেরেছে। আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ ছিল স্বাগতিকদের বিপক্ষে। তা বৃষ্টিতে পণ্ডু হয়ে যায়। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিউইর্য়কে রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ 
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, সঞ্জু স্যামসন, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS