ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৪৯ পূর্বাহ্ন

বিশ্ব তামাকমুক্ত দিবসে মাদককে লাল কার্ড

  • আপডেট: Saturday, June 1, 2024 - 10:48 am

অনলাইন ডেস্ক: ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিভিন্ন স্থানে তামাকবিরোধী র‌্যালি, আলোচনা সভা, তামাককে লাল কার্ড প্রদর্শন, তামাক পরিহারে শপথপাঠসহ নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি থেকে বক্তারা তামাক কোম্পানির অপতৎপরতা রুখে দেওয়ার পাশাপাশি আইন শক্তিশালীকরণের মাধ্যমে তামাক কোম্পানির ছোবল থেকে বর্তমান প্রজন্মকে সুরক্ষা প্রদানের আহ্বান জানান।

যশোরে তামাককে লাল কার্ড প্রদর্শন ও তামাক পরিহারের শপথ নিয়েছে তিন শতাধিক শিক্ষার্থী। কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার শিক্ষার্থীদের শপথপত্র পাঠ করান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল।

কাউনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকাতুল তাহিরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি ও যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান।

জয়পুরহাটে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে সভা হয়েছে। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়।

লালপুরে তথ্য আপা সাবিনা ইয়াসমিমের পরিচালনায় ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে সভা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. শামীমা আক্তার সাথী ও পুলিশ উপ-পরিদর্শক ওমর ফারুক শিমুল।

নোয়াখালীতে নোয়াখালী জেলা কারাগারে মাদক পরিহারের শপথ করেছেন ৫০০ কয়েদি। তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রসাশক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান।

সভায় নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেল সুপার গোলাম দস্তগীর। এছাড়া প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ।

গৌরীপুরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক এবং যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন।

সুজানগরে ইউএনও মীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল ওহাব, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোরশেদ।

লালপুরে তথ্য কর্মকর্তা শুকরানা আশরাফীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. শামীমা আক্তার সাথী, পুলিশ উপ-পরিদর্শক ওমর ফারুক শিমুল ও লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান।

বীরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ হয়েছে। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. ওয়ার্দাতুল আকমাম, বীরগঞ্জ থানার এসআই মো. আশরাফুল ইসলাম ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার সরকার।

নড়াইলে পৌরসভার মেয়র আঞ্জুমানারা বলেন, নড়াইল পৌরসভার অফিস চত্বর তামাকমুক্ত ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে পুরো  পৌরসভাকে তামাকমুক্ত করা হবে।

তাড়াইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমাছ হোসেন।

সাঘাটায় ইউএনও ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, মহিলাবিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার ও বীর মুক্তিযোদ্ধা মহব্বত।

আখাউড়ায় ইউএনও রাবেয়া আক্তারের সভাপতিত্বে সভা হয়েছে। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফুর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন।

 

সোনালী/ সা