ঢাকা | মে ১৫, ২০২৫ - ৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী

  • আপডেট: Saturday, June 1, 2024 - 10:58 am

অনলাইন ডেস্ক: ধনবাড়ীতে ধর্ষণে সপ্তম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফজলুল হক (৫৫) নামে এক ব্যক্তি তাকে ৬ মাস আগে ধর্ষণ করেন। ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালী গ্রুপ।

জানা গেছে, চিপস, চকলেট ও টাকার লোভ দেখিয়ে নানা প্রলোভনে ওই ছাত্রীকে ৬ মাস আগে ধর্ষণ করেন ফজলুল হক। পরে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনাটি পরিবার বা অন্য কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন ফজলুল হক। ভয়ে কিশোরী এ নিয়ে কাউকে কিছু জানায়নি। অন্তঃসত্ত্বার বিষয়টি টের পেয়ে ফজলুল হক গর্ভপাত করানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ জানান, ঘটনা সত্যি। আজকেই শুনেছি। মিটমাটের চেষ্টা চলছে।

তবে ধর্ষণের এমন কোনো তথ্য জানা নেই ধনবাড়ী থানার ওসি মো. হাবিবুর রহমানের। তিনি বলেন, ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS