ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৮:০৮ অপরাহ্ন

চল্লিশ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট: Saturday, June 1, 2024 - 11:01 am

অনলাইন ডেস্ক: জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত বেলাল শেখকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি ১নং দুরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর হতে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে ইউপি সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সোনালী/ সা