ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১১:০৫ অপরাহ্ন

সৈয়দপুর বিমানবন্দরে শিয়াল ফ্লাইট অবতরণে বিলম্ব

  • আপডেট: Friday, May 31, 2024 - 12:19 pm

অনলাইন ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট দেরিতে অবতরণ করে।  শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই সময় রানওয়েতে একটি শিয়াল এদিক–সেদিক ছোটাছুটি করছিল। তখন বিমানের পাইলট বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। এ সময় বিমানটি ওপরে চক্কর দিতে থাকে। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দিলে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে সেটি অবতরণ করে।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বিষয়টি বড় ধরনের কিছু না। দ্রুত নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

সোনালী/ সা