ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ অটোযাত্রী নিহত

  • আপডেট: Thursday, May 30, 2024 - 11:13 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) বিকালে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে রেললাইনের ওপর অটোরিকশাটি উঠে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীমুখী কমিউটার ট্রেন অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ওই রেলক্রসিংয়ের ওপর বর্তমানে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয়েছে। এ জন্য দুই দিক থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া আছে। বন্ধ রাস্তায় অটোরিকশাটি কীভাবে সেখানে গেলো সেটাই বুঝতে পারছি না।

 

সোনালী/ সা