ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

  • আপডেট: Thursday, May 30, 2024 - 10:59 am

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পরে। সেই সঙ্গে সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আসাম ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

সোনালী/ সা