ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ১০:০৪ পূর্বাহ্ন

সিল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই ছাত্রলীগ নেতার সেলফি

  • আপডেট: Wednesday, May 29, 2024 - 12:36 pm

স্টাফ রিপোর্টার: সিল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই তার সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলেন ওমর ফারুক ফারদিন নামে এক ছাত্রলীগ নেতা। তিনি জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বুধবার (২৯ মে) সকালে ভোটগ্রহণ চলাকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফারুক ফারদিন নামের ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বুথের ভেতর প্রবেশ করেন। আর ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা না মেনেই নিয়েই বুথের ভেতর যান। এরপর বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফি তোলেন।

এর কিছুক্ষণ পর ফারুক ফারদিন তার ফেসবুক প্রফাইলে একটি ছবি পোস্ট করেন।

পোস্টে দেখা যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। ফারদিনের হাতে রয়েছে সিল মারা ব্যালট। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। ছাত্রলীগ নেতার এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, ‘এই বিষয়টি কিছুক্ষণ আগেই তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। ফারদিনের খোঁজ করা হচ্ছে।’

 

সোনালী/ সা