ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:১২ পূর্বাহ্ন

ব্যাংকের আনসার সদস্য-গার্ডকে বেঁধে ডাকাতির চেষ্টা

  • আপডেট: Wednesday, May 29, 2024 - 11:27 am

অনলাইন ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে একটি ব্যাংকের শাখার প্রধান দুটি দরজার তালা ভেঙে ও দুজন আনসার সদস্য ও নৈশপ্রহরীর হাত-পা ও মুখ বেঁধে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সোনালী ব্যাংক পিএলসি শিবগঞ্জ শাখার কর্মকর্তা শাহাদত হোসেন সিরাজ জানান, সংঘবদ্ধ ডাকাতদল ব্যাংকের দুজন আনসার সদস্যকে বেঁধে ব্যাংকের স্ট্রং রুমে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, স্ট্রং রুমের হুইল ভেঙে ফেলেছে এবং আনসার সদস্যের দুটি মোবাইল ফোন ও আড়াই হাজার টাকা নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে প্রচল ঝড় ও বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না। আর এ সুযোগে ডাকাতির চেষ্টা করা হয়।

শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান জানান, ডাকাতরা কিছু নিয়ে যেতে পারেনি। মঙ্গলবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। মামলা দিলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সোনালী/ সা