ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৬:৩০ পূর্বাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ক্রিকেটার সাব্বির রহমান

  • আপডেট: Tuesday, May 28, 2024 - 11:18 pm

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। মঙ্গলবার (২৮ মে) উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন তিনি।

এরপর সাব্বির রহমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও খেলার মাঠ পরিদর্শন করেন। এসময় তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত স্থায়ী ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলের সাথে সাক্ষাৎ করেন।

এসময় তিনি বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন দৃষ্টিনন্দন খেলার মাঠ তৈরির জন্য এবং নিয়মিতভাবে খেলাধুলা আয়োজনের জন্য।’

এছাড়াও তিনি রাজশাহীতে অবস্থানকালীন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ক্রিকেট খেলায় অংশ নিতে চান এবং খেলায় বিভিন্নভাবে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন।

 

সোনালী/ সা