ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:১৪ অপরাহ্ন

ইটচাপায় মারা গেলেন ঘুমন্ত দম্পতি

  • আপডেট: Tuesday, May 28, 2024 - 1:01 pm

অনলাইন ডেস্ক: নরসিংদীর চরাঞ্চল সগরিয়াপাড়ায় ইটচাপায় ঘুমন্ত দম্পতি মারা গেছেন।  মঙ্গলবার ভোরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সগরিয়াপাড়া গ্রামের ইট ব্যবসায়ী কালো খাঁ (৭০) ও তার স্ত্রী (৬০)।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. তানভির আহাম্মেদ জানান, অতিবর্ষণের ফলে ইটের স্তূপের নিচ থেকে মাটি সরে যায়। ফলে ইটগুলো ঘরে হেলে পড়ে।  এতে চাপা পরে তারা মারা গেছেন।

 

সোনালী/ সা