াকা | এপ্রিল ২, ২০২৫ - ৭:৫১ পূর্বাহ্ন

স্ট্রোক করে হাসপাতালে অভিনেত্রী সীমানা

  • আপডেট: Monday, May 27, 2024 - 11:36 am

অনলাইন ডেস্ক: স্ট্রোকে আক্রান্ত হয়েছেন একসময়ের লাক্স সুপারস্টার মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গত সপ্তাহে তার ম্যাসিভ স্ট্রোক হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন। রোববার (২৬ মে) তার মস্তিষ্কে অস্ত্রোপচার বলে জানিয়েছেন সীমানার সাবেক স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।

এদিকে সীমানার স্ট্রোক প্রসঙ্গে পারভেজ রোববার সন্ধ্যায় ফেসবুকে জানান, তার স্ট্রোকটি বেশ বড় আকারের। সন্ধ্যা থেকে একটি হাসপাতালে সীমানার অস্ত্রোপচার চলছে।

প্রসঙ্গত, সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার পর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গত বছর ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS