ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:৩৯ অপরাহ্ন

বাগমারায় মাদক সেবনের পর মাতাল হয়ে আমগাছে যুবক, অতঃপর…

  • আপডেট: Sunday, May 26, 2024 - 11:24 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে মাদক সেবনের পর মাতাল হয়ে হামলায় রহিদুল ইসলাম নামে এক পেঁয়াজ ব্যবসায়ীকে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বর্তমানে বাগমারা উপজেলা একটি মাদকের রাজ্যে পরিণত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মতোই পুরো উপজেলায় সহজলভ্য হয়ে উঠেছে মাদকদ্রব্য। গাজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা থেকে শুরু করে এমন কোনো মাদকদ্রব্য নেই, যা এখানে পাওয়া যায় না। অথচ এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো জোরালো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

এ বিষয়ে থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় জড়িত মাদকসেবীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সোনালী/ সা