ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৩৫ অপরাহ্ন

বাগমারায় বিজয়ী প্রার্থীকে ভোট দেওয়ায় কৃষককে কুপিয়ে জখম

  • আপডেট: Sunday, May 26, 2024 - 11:19 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীকে ভোট দেওয়ায় হামলা চালিয়ে এক কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ওই কৃষকের নাম গোলাম মোস্তফা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিন্তু নির্বাচনে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টুকে ভোট দেওয়ার কারণে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিবুর মোড়ে একটি স্টলের সামনে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ইস্পিন্ডিয়ারের নেতৃত্বে পরাজিত চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তারের ৪-৫ জন সমর্থক অতর্কিত হামলা চালায়। তারা গোলাম মেস্তফাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও ছুরি দিয়ে মাথা, বুকে ও পেটে খুঁচিয়ে রক্তাক্ত জখম করে অজ্ঞান অবস্থায় পাকা রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়।

এ বিষয়ে থানার ওসি অরবিন্দ সরকার বলেন, কৃষকের ওপর হামলার ঘটনার খবর পাওয়ার পর হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোনালী/ সা