ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ১২:৩৮ অপরাহ্ন

স্বর্ণের খোঁজে সহস্রাধিক মানুষের ভিড়, ১৪৪ ধারা জারি

  • আপডেট: Sunday, May 26, 2024 - 11:22 am

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাতিহার আরবিবি ইটভাটায় স্বর্ণের খোঁজে স্থানীয়রাসহ আশপাশের লোকজন দলে দলে আসছেন। স্বর্ণ পাওয়ার আশায় স্থানীয় লোকজন ঝগড়া, কলহ দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন। তাতে যে কোনো সময় পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুল হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেন। এ সময় ভাটায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকায় জনসাধারণের অবগতির জন্য মাইকিং করা হয়েছে।

উল্লেখ্য, সোনা পেলে নিজেদের ভাগ্যবদল হবে এই আশায় বেশ কিছু দিন ধরেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত আরবিবি ইটভাটায় মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করছিলেন হাজার হাজার মানুষ।

 

সোনালী/ সা