ঢাকা | মে ১২, ২০২৫ - ১:৪৯ পূর্বাহ্ন

রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট: Sunday, May 26, 2024 - 11:57 am

স্টাফ রিপোর্টার: ঘরের দরজা ভেঙে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) বেলা সাড়ে ৩টার দিকে তার লাশ লাশ উদ্ধার করা হয়।

শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মাগুরার শালিখা থানার রামকান্তপুর গ্রামে তার বাড়ি। সৌভিক মল্লিকের বাবার নাম সমির কুমার মল্লিক।

সৌভিক নগরীর সাধুর মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। সৌভিক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে রুয়েট কর্তৃপক্ষ।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন বলেন, ঘরের দরজা ভেতর থেকেই লাগানো ছিল। অন্য ছাত্ররা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সৌভিককে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সৌভিক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কেন এই ঘটনা সে ঘটিয়েছে, সেটি নিয়ে তার রুমমেটের সঙ্গে কথা বলেছি। রুমমেট জানিয়েছে, কিছুদিন ধরে সৌভিক ডিপ্রেশনে ছিল। কিন্তু কী নিয়ে ডিপ্রেশন তা এখনো জানতে পারিনি।

নগরীর বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবীর বলেন, সৌভিকের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার অভিভাবককেও খবর দেওয়া হয়েছে। তারা মাগুরা থেকে রাজশাহী আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের পর লাশ হস্তান্তর করা হবে।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS