ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৫ - ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম

সবাই মনে হয় আমাকে জাজ করছে: শবনম

  • আপডেট: Saturday, May 25, 2024 - 12:05 pm

অনলাইন ডেস্ক: আগের মতো অভিনয়ে খুব একটা পাওয়া যায় না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে। ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়।

অভিনয়ে নিয়মিত না থাকলেও ফেসবুকে বেশ সরব ফারিয়া। কাজের বাইরেও ব্যক্তি জীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন এখানে; যা ঘিরে হয় আলোচনা-সমালোচনাও।

এবার নিজের সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া, অর্থাৎ সামাজিক ভীতির কথা জানালেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার মধ্যরাতে অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘সোশ্যাল অ্যাংজাইটি শব্দটির সঙ্গে আমার পরিচয় খুবই অল্প দিনের। প্রথমে শুরু হয় আমার ডিভোর্সের পর। আমার বাসা থেকে বের হলেই মনে হতো, সবাই মনে হয় আমাকে জাজ করছে। ভাগ্য ভালো ওই সময় মাস্ক চলে আসে। আমি করোনা চলে যাওয়ার পরও মাস্ক পারমানেন্ট করে নেই।’

তিনি লিখেছেন, ‘তারপর শুরু হয় আরেকটা সমস্যা, যেহেতু আমি নিজ থেকেই অ্যাকটিভলি মিডিয়া থেকে কাজ না করার সিদ্ধান্তে আসি, তখন থেকে মিডিয়া সম্পর্কিত কোনো দাওয়াত বা গেট টুগেদারে যেতে খুবই আনইজি লাগে। তারপর আবার অদ্ভুত শিরোনামের সংবাদের অত্যাচার তো আছেই। ধীরে ধীরে আমি সব ধরনের সামাজিকতা থেকে দূরে সরে আসি!’

 

সোনালী/ সা