ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:১০ অপরাহ্ন

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে নিহত ১৪

  • আপডেট: Friday, May 24, 2024 - 10:57 am

অনলাইন ডেস্ক: ভিয়েতনামের হ্যানয়ের একটি ঘন বসতিপূর্ণ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালের এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

জননিরাপত্তা মন্ত্রণালয় আরও বলেছে, এ ঘটনায় কোনো অভিযুক্তকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হন।

 

সোনালী/ সা