ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৪:৩১ পূর্বাহ্ন

প্রতিপক্ষের হামলায় যুবক খুন

  • আপডেট: Friday, May 24, 2024 - 11:22 am

অনলাইন ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছোট ভাই মাসুম মিয়া (১৭)। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।

নিহত মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে নাঈম মিয়া ও রায়হান মিয়া দুই ভাই ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে পূর্ব শুত্রুতার জেরে মাসরুল মিয়া ও তার ভাই মাসুমকে আঘাত করে। এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করে অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আক্কাস আলী জানান, এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।

 

সোনালী/ সা