ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৫ - ১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

জামানত হারালেন প্রশ্নফাঁসে জড়িত সেই রূপা

  • আপডেট: Thursday, May 23, 2024 - 11:38 am

অনলাইন ডেস্ক: দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারাচ্ছেন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী মাহবুবা নাসরিন রূপা। তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুরও জামানত খোয়াচ্ছেন। চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে মাহবুবা নাসরিন রূপা পেয়েছেন, সাত হাজার ১৫০ ভোট। অন্যদিকে উড়োজাহাজ প্রতীকে ইউসুফ আলী খান আঙ্গুর পেয়েছেন আট হাজার ৮৩০ ভোট।

নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আমিনুর রহমান মহলদার নির্বাচিত হয়েছেন।

 

সোনালী/ সা