ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৭:৫৯ পূর্বাহ্ন

কারামুক্ত হওয়ার পর পাটখেতে মিলল বিএন‌পি নেতার লাশ

  • আপডেট: Wednesday, May 22, 2024 - 11:25 am

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সারারাত নি‌খোঁজ সদ্য কারামুক্ত বিএন‌পি নেতা আজগার আলীর (৫৭) লাশ সকা‌লে পাট‌খেত থে‌কে উদ্ধার করেছে পু‌লিশ। নিহত আজগার আলী উপজেলার  হাউলী ইউনিয়‌নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও জয়রামপুর গাতির পাড়ার মৃত খোদা বকসের ছেলে ।

‌নিহত আজগার আলীর ভাতিজা আরিফুল ইসলাম জানান, সোমবার বিকালে  চাচা আজগার আলী বা‌ড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারারাত সম্ভাব্য বি‌ভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়‌নি। পর‌দিন মঙ্গলবার সকাল ৬টার দিকে  মাঠে কাজ করতে যাওয়া গ্রা‌মের কৃষকরা খবর‌ দেয় গ্রামের বেলে মাঠে চাচার মরদেহ পাটখেতে পড়ে আছে।

দামুড়হুদা মডেল থানার ওসি মো. আলমগীর কবির জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে আজগার আলী স্ট্রোক করে মারা‌ গেছেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সোনালী/ সা