ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম

এরশাদের কবর জিয়ারত করলেন জিএম কাদের

  • আপডেট: Tuesday, May 21, 2024 - 12:08 pm

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন পার্টির চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা জিএম কাদের। সোমবার সকালে রংপুরের দর্শনায় পল্লীনিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করেন তিনি।

এ সময় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন ও সদস্যসচিব মো. হেলাল উদ্দিন তার সঙ্গে ছিলেন।

এছাড়াও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ রংপুর মহানগর ও জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরশাদের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা ও দেশের উন্নয়ন এবং অগ্রগতি কামনায় দোয়া করেন জিএম কাদের।

 

সোনালী/ সা