ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২৫ অপরাহ্ন

লাশ দেখতে গিয়ে লাশ হলেন বিএনপি নেতার স্ত্রী

  • আপডেট: Monday, May 20, 2024 - 11:30 am

অনলাইন ডেস্ক: রংপুরের পীরগাছায় চলন্ত মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর অসুস্থ হওয়ার একদিন পর আফরোজা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।

তিনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের বিএনপি নেতা মনোয়ার হোসেনের স্ত্রী। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে রেখে যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী তাদের নিজবাড়ি পূর্বদেবু থেকে মোটরসাইকেলযোগে সুন্দরগঞ্জ উপজেলায় চৈতন এলাকায় এক আত্মীয়ের লাশ দেখতে বের হন। পথিমধ্যে তাম্বুলপুর বাজার জলপাইতল এলাকায় পৌঁছলে ওই নারীর ওড়না মোটরসাইকেলের চাকায় প্যাঁচ লেগে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে তাম্বুলপুর বাজারে এক পল্লি চিকিৎসককে দেখান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন থাকায় ভোরে তার মৃত্যু হয়।

সোনালী/ সা