ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৫ - ১:১৭ অপরাহ্ন

শিরোনাম

চেকপোস্টে বাইকের কাগজপত্র চাওয়ায় পুলিশকে পিটিয়ে হাজতে যুবক

  • আপডেট: Monday, May 20, 2024 - 12:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। রোববার (১৯ মে) দুপুরে রাজশাহী নগররী বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। আটক সোহান (২২) রাজশাহীর নগরীর কাটাখালি এলাকার বাসিন্দা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিলুর ইসলাম জানান, রোববার রাজশাহী নগররী বোয়ালিয়া থানা এলাকার পঞ্চবটি মাজারের সামনে পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিলো। তখন ওই যুবককে হেলমেট না থাকায় মোটরসাইকেল থামানোর নির্দেশ দেয়া হলে সে বিতর্কে জড়ায়।

এ সময় পুলিশ তার মোটরসাইকেলের চাবি নিয়ে নিলে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। এক পর্যায়ে পুলিশ সদস্যের হাতে থাকা লাঠি নিয়ে পুলিশকেই মারতে শুরু করেন। পরে দুই পুলিশ সদস্যকে মেরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় যুবক সোহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

সোনালী/ সা