ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৩:০১ পূর্বাহ্ন

গাজীপুরে ভাতিজার হাতে চাচা খুন

  • আপডেট: Monday, May 20, 2024 - 11:20 am

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় ভাতিজার হাতে চাচা সবুজ ফকির (৩৫) খুন হয়েছেন। রোববার চাঁদপুর ইউনয়নের কাজাহাজী গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত সবুজ ফকির (৩৫) ওই গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকালে সবুজ ফকির তার বাড়ির পাশের একটি গাছ থেকে কাঁঠাল কাটছিলেন। এ সময় তার আপন বড় ভাই ফারুক ফকিরের ছেলে আবু বকর ফকিরের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে আবু বকর উত্তেজিত হয়ে একটি সুইস গিয়ার চাকু দিয়ে চাচাকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, এ ঘটনায় জড়িতকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

সোনালী/ সা