ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৫ - ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম

সিম কতদিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়

  • আপডেট: Sunday, May 19, 2024 - 11:46 am

অনলাইন ডেস্ক: অনেকেই জানেন না মোবাইল ফোনের সিম দীর্ঘদিন ব্যবহার না করলে এর মালিকানা চলে যায়। অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন সিমে রিচার্জ না করেন, ব্যবহার না করেন তবে এর মালিকানা হারাবেন। জানুন সিম কতদিন অবহৃত থাকলে এর মালিকানা অন্যের হাতে চলে যাবে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী টানা ১৫ মাস বা ৪৫০ দিন একটি সিম ব্যবহার না করা হলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি ৩০ দিন সময় পাবেন গ্রাহক। অর্থাৎ ৪৮০ দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না। এ সময়ের মধ্যে সিম সচল না করা হলে সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবে।

একটি সিম টানা ৪৫০ দিন বন্ধ থাকলে সেটি চালু করতে মোবাইলফোন অপারেটররা গ্রাহককে একটি নোটিশ বা সময়সীমা বেঁধে দেয়। সেই সময়সীমার মেয়াদ ৯০ দিন ছিল, সেটি কমিয়ে এখন ৩০ দিন করা হয়েছে। এই সময়ের মধ্যে সিমটি সচল না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না।

 

সোনালী/ সা