ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে আ.লীগ কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট: Sunday, May 19, 2024 - 11:15 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর আওয়ামী লীগ কর্মী নয়নাল উদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শনিবার নগরীর সাহেববাজার এলাকায় মানববন্ধন করেছে মহানগর শ্রমিক লীগ।

মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহাবুল আলমের সভাপতিত্বে ও সম্পাদক সম্পাদক আকতার আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম সাগর, রেজাউল করিম বুলবুল ও সেলিম রেজা বাইরন।

এতে সংহতি জানিয়ে অংশ নেয় বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন, স্যানিটারি মিস্ত্রি শ্রমিক লীগ, গ্যাস শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগের সদর দপ্তর ও ওপেন লাইন শাখা, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন, জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগের শাহমখদুম থানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

 

সোনালী/ সা