ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:৪৭ পূর্বাহ্ন

বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারীদের

  • আপডেট: Sunday, May 19, 2024 - 10:51 am

অনলাইন ডেস্ক: বৈষম্যহীন ৯ম জাতীয় বেতনস্কেল প্রদান এবং ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। এ সময় বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছেন সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব মো. ছালজার রহমান জানিয়েছেন, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতনস্কেল প্রদানের পর বিগত ১০ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ঔষধ, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবন যাপন করছেন।

এ অবস্থা উত্তরণে অন্তবর্র্তীকালীন বিশেষ সুবিধা ৫% থেকে  ৩০% উন্নতি করা, অবিলম্বে জাতীয় ৯ম জাতীয় বেতনস্কেল ঘোষণার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. লুৎফুর রহমান দাবি আদায়ের কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, আগামী ২১ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ২৬-৩০ মে সকল সরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ ও দাবী সম্বলিত লিফলেট বিতরণ এবং ১ জুন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

দাবি  আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সমিতির মহাসচিব মো. ছালজার রহমান।

তিনি বলেন, এ সময়ের মধ্যে আমাদের দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।

বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জাতীয় ও স্থানীয় নেতারা ছাড়াও সংবাদ সম্মেলনে ছিলেন– দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মো. মিজানুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজের রফিকুল ইসলাম মামুন, সমুদ্র পরিবহন অধিদফতরের নূরনবী, হৃদরোগ ইনস্টিটিউটের সেলিম মোল্লা, মুগদা মেডিক্যাল কলেজের মনিরুল ইসলাম, ক্যানসার হাসপাতালের তাপস কুমার সাহা, মাহবুব, টেলিযোগাযোগ অধিদফতরের মফিজুল ইসলাম পিন্টু, জাতীয় আর্কাইভের মনির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মোফাজ্জল হোসেন প্রমুখ।

 

সোনালী/ সা