নিরাপত্তা ব্যবস্থায় নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ
অনলাইন ডেস্ক: ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের লিঙ্ক করা ডিভাইসে তাদের চ্যাট লক করে রাখার সুবিধা দেবে।
নতুন এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৪.১১.৯-এ লিঙ্ক করা ডিভাইসের প্রধান স্ক্রিনে একটি পৃথক “লকড চ্যাট” ফোল্ডার তৈরি করে পরীক্ষা করা হচ্ছে। এর ফলে বিদ্যমান লিঙ্ক করা ডিভাইসে চ্যাট লক পিন কাজ করবে না এবং ব্যবহারকারীদের লক করা চ্যাট অ্যাক্সেস করার জন্য প্রাথমিক ডিভাইস সেটিংস থেকে একটি নতুন গোপন কোড তৈরি করতে হবে।
আরেকটি খবর হলো, ব্যবহারকারীদের শুধু তাদের প্রাথমিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিভাইসে একটি গোপন কোড সেটআপ করতে হবে। আর এর মাধ্যমে লিঙ্কযুক্ত সব ডিভাইসের সঙ্গে অ্যাকউন্টটি সংযুক্ত হবে। এর জন্য নতুন করে একাধিক কোড সেটআপ করার প্রয়োজন পড়বে না।
সোনালী/ সা