ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:০২ পূর্বাহ্ন

চার ঘণ্টা পর পুকুরে পড়ে যাওয়া লরির নিচে মিলল শিশুর লাশ

  • আপডেট: Saturday, May 18, 2024 - 12:38 pm

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। চার ঘণ্টা পর ওই লড়ির নিচে মিলল নিখোঁজ শিশুর লাশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর সড়কের মোড়ে বাটারফ্লাই সংলগ্ন পুকুরে পড়ে যায় লরিটি।

এ দুর্ঘটনায় নুরুল আমিন (২১), তাসপিয়া সুলতানা (২০), নুসরাত বেগম (৩৫) ও মো. ইমরান (৮) আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সবাই এক পরিবারের। পার্কের পাশে নেভাল এলাকায় ঘুরতে এসেছিলেন তারা।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, পতেঙ্গা থেকে আসা একটি লরি রাত সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

 

সোনালী/ সা