ঢাকা | মে ৫, ২০২৫ - ৫:০৬ পূর্বাহ্ন

নদী ভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত

  • আপডেট: Saturday, May 18, 2024 - 12:49 pm

অনলাইন ডেস্ক: শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের জালালপুর উত্তরপাড়া গ্রামে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা পেতে শুক্রবার বাদ জুমা বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন, জালালপুর মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান।

এতে অংশ নেন জালালপুর রাহেলা খাতুন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ। মোনাজাত শেষে দ্রুত ভাঙন রোধে এলাকাবাসী মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য দেন, মসজিদের ইমাম হাফেজ আব্দুল হান্নান, কামরুজ্জামান তাজুল, আলহাজ আলী ও আব্দুস সালাম শেখ। এলাকাবাসী জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হওয়ায় গত এক সপ্তাহ ধরে জালালপুর মসজিদ হতে আলমের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

ভাঙনের তাণ্ডবে ইতোমধ্যেই ওই এলাকার ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে জালালপুর গ্রামের মাদ্রাসা, মসজিদ, বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য স্থাপনা।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS