ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৩:২৪ অপরাহ্ন

গোমস্তাপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

  • আপডেট: Saturday, May 18, 2024 - 12:46 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে ফাহিম (৪) ও ফারহানা (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া এ ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব জানান, শিশু দুটি একে অপরের চাচাতো ভাইবোন। শুক্রবার দুপুরে খেলার ছলে তারা বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে  তাদের লাশ উদ্ধার করে।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মার চর এলাকায় পদ্মা নদী থেকে  উদ্ধার করা হয়। এর আগে  বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোর। উদ্ধার হওয়া কিশোরের নাম আসলাম হোসেন (১৫) সে ওই এলাকার বারু মালিথার ছেলে।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS