ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:৪৭ অপরাহ্ন

কেমন হলো ফ্রান্সের ইউরোর-২৪ এর স্কোয়াড

  • আপডেট: Saturday, May 18, 2024 - 11:19 pm

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্স গেলো দুই বিশ্বকাপের একটিতে জয়ী হয়েছে, অপরটিতে ফাইনালে নাটকীয়ভাবে আর্জেটিনার কাছে পরাজিত হয়েছে। বিগত কয়েকবার ইউরোতে তারা ফেভারিটও থেকেছে। ২০১৬ সালের ইউরোতে ঘরের মাঠে পর্তুগালের কাছে হেরেছে। এবারো তারা যাচ্ছে ফেভারিট হয়ে। আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ইউরো।

ফ্রান্সের কোচ দিদিয়েম দেশম ইউরোর জন্য কিলিয়ান এমবাপ্পেকে আধিনায়ক করে ২৫ জনের স্কোায়াড ঘোষনা করেছেন। ফ্রাসের স্কোয়াড মানে তারকাদের ছাড়াছড়ি, এবারো ঠিক তাই। দলের বড় চমক দুই বছর পর স্কোয়াডে ডাক পাওয়া ফার্নান্দ মেন্ডি ও এন’গোলে কান্তের। একমাত্র নতুন মুখ ২১ বছর বয়সী ব্রাডলি বারকোলা।

আগামী ১৭ জুন  ইউরোতে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পোল্যান্ড।

ফ্রান্সের স্কোয়াড:
গোলরক্ষক: আলফোন্সো আরেওলা, মাইক মাইগনান, লোইস সাম্বা।
ডিফেন্ডার: জুলস কোন্দে, জোনাথন ক্লাউস, বেঞ্জামিন পাভার্ড, ইব্রাহিম কোনাতে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, ফার্নান্দ মেন্ডি।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, এন’গোলে কান্তে, আদ্রিয়েন রাবিওত, ওয়ারেন জায়ের-এমেরি, অরেলিয়েন শুয়োমনি, আঁতোয়ান গ্রিজমান।
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, রান্দাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম, কিংসলে কোমান, ব্রাডলি বারকোলা।

 

সোনালী/ সা