ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৪:২৭ পূর্বাহ্ন

পরাজিত প্রার্থীর উন্নয়নের প্রশংসা করলেন ব্যারিস্টার সুমন

  • আপডেট: Saturday, May 18, 2024 - 12:26 pm

অনলাইন ডেস্ক: ব্যারিস্টার সায়েদুল হক সুমন বিগত সংসদ নির্বাচনে তার সঙ্গে পরাজিত সাবেক এমপি বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর প্রশংসা করেছেন। তিনি বলেন, তার আমলে মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠিত হওয়ার খেলার উপযুক্ত একটি পরিবেশ তৈরি হয়েছে। এ জন্য তিনি প্রশংসার দাবিদার।

তিনি বলেন, চুনারুঘাট ও মাধবপুরের মানুষ আমাকে এমপি বানিয়েছেন। দুর্নীতিমূক্ত থেকে আমি এলাকার উন্নয়ন করতে চাই। আমি অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না।

খেলায় বিয়ানিবাজারকে ১ গোলে পরাজিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়।

 

সোনালী/ সা