ঢাকা | জুলাই ২, ২০২৫ - ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Friday, May 17, 2024 - 6:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তোফায়েলকে ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ সুপার, রাজশাহী জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ দাউদ উজ জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার ১৬ মে ৮.৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রেলবাজারস্থ জনৈক মোঃ রমজান আলী (২৫), পিতা-মোঃ মনিরুল ইসলাম এর খাবার হোটেলের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ তোফায়েল (৪০), পিতা-মৃত আজিজুর রহমান, সাং-মাদারপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে ৫ (পাঁচ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-৩৪, তাং-১৬/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(ক) রুজু হয়ছে।  মামলাটি তদন্তাধীন।

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS