ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান রাজেন্দ্রনাথ সরকার

  • আপডেট: Friday, May 17, 2024 - 8:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে থানা পর্যায়ে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

এর আগে বিদ্যালয়টি থানা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান হতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। এছাড়া বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী স্বস্তিকা রায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে থানা পর্যায়ে লোকনৃত্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার এর আগে ১৯৯৭, ২০০১, ২০০৪, ২০১৬, ২০১৮, ২০২৩ সালে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরষ্কার প্রাপ্ত হন।

সর্বপরি মানবাধিকার শান্তি পদক ২০১৬, মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০১৭, মহান স্বাধীনতা স্মৃতি সম্মাননা ২০১৮, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক ২০১৮, হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক ২০১৮, শেরে বাংলা এ.কে ফজলুল হক স্মৃতি সম্মাননা ২০১৮, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২২, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৩, হাজী মুহম্মদ স্মৃতি পদক ২০২৩, শের বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৩, মাহাত্মা গান্ধী ইন্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৪ সম্মাননায় ভূষিত হন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তিনি রাজশাহী ভোলানাথ বিশে^শ^র হিন্দু একাডেমীসহ শিক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোনালী/জগদীশ রবিদাস