ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ৯:০২ পূর্বাহ্ন

অসুস্থ আ’লীগ নেতার পাশে কাউন্সিলর মতি

  • আপডেট: Friday, May 17, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও পার্কের গেট জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লিটন অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে যান সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

এসময় তিনি অসুস্থ আওয়ামী লীগ নেতা লিটনের পরিবারের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

কাউন্সিলর মতির সঙ্গে এসময় স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ হাজী, মুকুল শেখ, আরমান আলী, মুরাদ রহমানসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর