ঢাকা | জুলাই ২, ২০২৫ - ৪:৫৫ অপরাহ্ন

চাকরি স্থায়ীকরণের দাবিতে সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

  • আপডেট: Thursday, May 16, 2024 - 1:05 pm

অনলাইন ডেস্ক: চাকরি স্থায়ীকরণের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় মিলের প্রধান ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।

১৫ মে বাংলাদেশ চিনি ও খাদ্য শস্য করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দেন। এ সংবাদ মিল এলাকায় পৌঁছালে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা জরুরি গেট মিটিংয়ের ডাক দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসম্পাদক সাইদুর রহমান পিকুসহ কর্মচারী।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS