ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:০৭ পূর্বাহ্ন

কেএফ্‌সি’র চমক: “ডাবল ডাউন” অল চিকেন, নো বান

  • আপডেট: Thursday, May 16, 2024 - 9:00 pm

ডেস্ক: অল চিকেন, নো বান: ডাবল ডাউনের অসাধারণ স্বাদের জাদুতে ভোজনরসিকরা হারিয়ে যাবে এক অনন্য দুনিয়ায়। কারণ এতে সাধারণ বানের পরিবর্তে আছে দুইটি ক্রিস্পি জিঙ্গার ফিলে।

শুধু তাই নয়, ফাহিতা মেয়ো ও উডফায়ার সিজনিং ফ্লেভার, সাথে ফ্রেশ পেঁয়াজ ও আইসবার্গ লেটুস ও চিজের সংমিশ্রণ ডাবল ডাউনকে দেয় এক অতুলনীয় স্বাদ।

কেএফসি ডাবল ডাউন এখন সারা দেশ জুড়ে আপনি পাবেন মাত্র ৩৯৯ টাকায়। আইটেমটি পাওয়া যাচ্ছে ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার, কল ফল ডেলিভারি ও কেএফসি অ্যাপে।

ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও, অমিত দেব থাপা বলেন, “কেএফসি-র ডাবল ডাউন আমাদের কাস্টমারদের ভিন্নরকম এক স্বাদের অভিজ্ঞতা দিবে। সারাবিশ্বে প্রশংসা কুড়িয়ে এখন বাংলাদেশের মানুষের মাঝেও এই অনন্য ফ্লেভার ছড়িয়ে দিতে আমরা প্রস্তুত। আমি বিশ্বাস করি ডাবল ডাউন এই দেশের মানুষের কাছে এক অন্যতম অভিজ্ঞতা হয়ে উঠবে ও সবার অনেক পছন্দের খাবার হিসেবে পরিচিতি লাভ করবে।

ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।