ঢাকা | মে ৪, ২০২৫ - ৩:০৮ অপরাহ্ন

শিরোনাম

‘চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!

  • আপডেট: Thursday, May 16, 2024 - 11:29 am

অনলাইন ডেস্ক: শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসারকে বুধবার দুপুরে হঠাৎ বদলি করে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মাত্র ৭ মাসের মাথায় তাকে বদলির বিষয়ে একটি সূত্র জানায়, শাহজাদপুর পৌর সদরের আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমনের কাছে থেকে ২০০ পিস লুঙ্গি চাঁদা হিসেবে নেওয়ার অভিযোগে তাকে বদলি করা হয়েছে।

লিমন বলেন, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার কিছুদিন আগে তার শো-রুমে ফোর্স পাঠিয়ে ২০০ পিস লুঙ্গি চাঁদা হিসেবে দাবি করেন। এত লুঙ্গি তাকে দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি। হয়তো এ কারণে তার এ বদলি হতে পারে।

ওসি খায়রুল বাসার এ অভিযোগ অস্বীকার করে বলেন, খুব ছোট্ট একটি বিষয় যা বলার মতো না। বৃহস্পতিবার সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম আলী বলেন, এটা ঊর্ধ্বতন কতৃপক্ষের বিষয়। এ সম্পর্কে আমার কিছু জানা নেই।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS