ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

সিটি এজেন্ট ব্যাংকিং রাজশাহী রিজিওনাল এজেন্ট কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, May 15, 2024 - 9:44 pm

স্টাফ রিপোর্টার:  গত বুধবার সিটি ব্যাংক পিএল সি এজেন্ট ব্যাংকিং এর রাজশাহী বিভাগের ৮ টি জেলার সকল এজেন্টদের নিয়ে রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পোছানোর জন্য সিটিং ব্যাংক এজেন্ট ব্যাংক কাজ করছে। কনফারেন্স এজেন্টের কশিশন বৃদ্ধি,কমপ্লাইনজ মিট, এজেন্টে ব্যাংকিং ব্যবসা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেড অফ এজেন্ট ব্যাংকি মোঃ মহিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হেড অফ চ্যানেল ডেভেলপমেন্ট চন্দন কুমার নাগ ও হেড অফ অপারেশন শায়েখ আলম এবং রাজশাহী রিজিওনাল ম্যানেজার আফরোজ খান, বগুড়া এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ রওশন জামিল, ইকবাল জুবায়ের, জাহিদুল হক, মোরশেদ আলম।

এছাড়াও রিজিওনের সকল এজেন্ট বৃন্দ, অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটগরিতে এজেন্টের সন্মানিত স্বরুপ সাটিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।