ঢাকা | মে ৩, ২০২৫ - ৯:০৭ পূর্বাহ্ন

ভারতীয় পত্রিকায় রিজার্ভ চুরির খবর, বাংলাদেশ ব্যাংক বলছে ভুয়া

  • আপডেট: Wednesday, May 15, 2024 - 11:06 am

অনলাইন ডেস্ক: আবারও বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে। ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। গত এক সপ্তাহ আগে রিজার্ভ চুরির এ ঘটনাটি ঘটেছে। ভারতের ‘নর্থইস্ট নিউজ’ নামের এক পোর্টালে প্রকাশিত এক রিপোর্টে এমন দাবি করা হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংক সরাসরি বিষয়টিকে নাকচ করে দিয়েছে। ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের নতুন রিজার্ভ চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি পত্রিকা। এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। আমাদের এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের (ফেড) সঙ্গে তিন স্তরের নিশ্চিতকরণ নীতি রয়েছে এবং লেনদেনের নিয়মিত পুনর্মিলন রয়েছে।

‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে কী ভারতীয় হ্যাকাররা জড়িত?’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করে ‘নর্থইস্ট নিউজ’। সেখানে রিজার্ভ চুরির কথা বলা হয়েছে।

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS