ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৫ - ৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

শেয়ারবাজারে ২২১ কোম্পানির দরপতন

  • আপডেট: Tuesday, May 14, 2024 - 10:52 am

অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে দরপতন চলছে। সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২১ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে দিনশেষে ডিএসইর সূচক ২৯ পয়েন্ট কমেছে। লেনদেনও কিছুটা কমেছে। সোমবার ডিএসইতে ৯৬৮ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ১৭ কোটি টাকা কম।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩৯৩টি কোম্পানির ২৮ কোটি ৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৯৬৮ কোটি ২ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১৩৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ২২১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৪১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ১১ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি: ডিএসইতে সোমবার যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো ই-জেনারেশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, সলভো কেমিক্যাল এবং নাভানা ফার্মা।

সোমবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, লিগাসী ফুটওয়্যার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইসিবি, রিপাবলিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট, ক্যাপিটেক গ্রামীণব্যাংক গ্রোথ ফান্ড এবং আইসিবি গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলোআরামিট লিমিটেড, আরডি ফুড, তৌফিকা ফুড, ওআই ম্যাক্স ইলেক্ট্রোড, সাইফ পাওয়ার, প্রাইম ব্যাংক, লিব্রা ইনফিউশন, লুব-রেফ, বেস্ট হোল্ডিংস এবং হামি ইন্ডাস্ট্রিজ।

 

সোনালী/ সা