ঢাকা | মে ২, ২০২৫ - ৭:১৮ অপরাহ্ন

শিরোনাম

ফের আসছে তাপপ্রবাহ, বাড়বে গরম

  • আপডেট: Monday, May 13, 2024 - 10:19 pm

অনলাইন ডেস্ক: সারা দেশে আবারও তাপপ্রবাহ দেখা দিবে। আগামী বুধবার থেকেই এ তাপপ্রবাহ অনুভূত হবে। তবে সাথে বৃষ্টিপাত থাকবে। গত এপ্রিলের মতো এ তাপপ্রবাহ তীব্র হবে না। সোমবার (১৩ মে) আবহাওয়া অফিস এমনই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, আগামী এক সপ্তাহে দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে, এর ব্যাপ্তি সারা দেশে থাকবে না।

দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে সীমাবদ্ধ থাকবে। এ সময় খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে আবারও গরম বাড়তে পারে।

তিনি জানান, আগামী ২০ তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটা তৈরি হওয়ার পর আসলে জানা যাবে এটা কোন কোন এলাকার ওপর দিয়ে বয়ে যাবে।

আবহাওয়া অফিস আরও বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করে আছে। যা আগামীতে আরও ঘনিভূত হতে পারে।

প্রায় এক মাসের দীর্ঘ তাপপ্রবাহ শেষে ২ মে থেকে দেশে বৃষ্টি শুরু হয়। যা পরবর্তীতে সারা দেশে বিস্তার লাভ করে। এখন চট্টগ্রাম বিভাগ ছাড়া সব বিভাগেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রভাব মে মাসের মধ্য ভাগ থেকে কমবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS