ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:০৮ পূর্বাহ্ন

নিখোঁজের একদিন পর দুই ভাইয়ের লাশ উদ্ধার

  • আপডেট: Monday, May 13, 2024 - 11:49 am

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে নিখোঁজের একদিন পর দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে তাদের মরদেহ যমুনা নদীর তীর রক্ষা কাজের নির্মিত ব্লকের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইয়াসিন ও আবু বক্কারের নানা চৌবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেন যুগান্তরকে জানান, শনিবার সকালে আমার দুই মেয়ে ফুয়ারা ও বিলকিস তাদের সন্তানদের নিয়ে জালালপুরে তাদের মামার বাড়িতে বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে দুই খালাতে ভাই বালিতে খেলাধুলা করছিল। এ সময় তাদের গায়ের পোশাক নোংরা করতে মানা করা হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে। মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

রোববার দুপুরের দিকে এলাকাবাসী ইয়াসিন ও আবু বক্কারের মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলম জানান, মরদেহ উদ্ধার করা দুই খালাতো ভাইয়ের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

সোনালী/ সা