ঢাকা | অক্টোবর ৭, ২০২৪ - ১:২২ অপরাহ্ন

পবা-মোহনপুর উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • আপডেট: Monday, May 13, 2024 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা-মোহনপুর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার মোট ৩৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ওয়াজেদ আলী খাঁন ( মোটরসাইকেল), ফারুক হোসেন ডাবলু (আনারস), এমদাদুল হক এমদাদ ( ঘোড়া), সাইফুল বারী ভুলু (কাপ পিরিচ), আব্দুর রশিদ (দোয়াত কলম) ও ডেভিড রিচার্ড মুর্মু (হেলিকপ্টার) প্রতীকে নির্বাচন করছেন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ফরিদুল ইসলাম রাজু (টিউবওয়েল), শহিদুল ইসলাম (বই), কামরুজ্জামান (টিয়া পাখি), নাজমুল ইসলাম (তালা), রফিকুল ইসলাম (উড়োজাহাজ), সরওয়ারে আলম মানিক (গ্যাস সিলিন্ডার), শ্রী প্রদীপ কুমার সাহা (মাইক) ও আসাদুজ্জামান আসাদ (চশমা) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আরজিয়া বেগম (কলস), হাসিনা খাতুন (ফুটবল), চেনবানু ( হাঁস) ও পপি খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন।

মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- এনামুল হক ( ঘোড়া), আল-মোমিন শাহ গাবরু (কাপ পিরিচ), আলমগীর মূর্শেদ রঞ্জু ( মোটরসাইকেল), মেহেবুব হাসান রাসেল (দোয়াত কলম), আফজাল হোসেন বকুল (আনারস)।

মোহনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিন-বিল্লাহ (টিউবওয়েল), খোন্দকার মশিউর রহমান (উড়োজাহাজ), হাবিবুর রহমান মিঠু (তালা), আব্দুর রউফ (টিয়া পাখি), কবির হাসান (চশমা)। মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রাবিয়া খাতুন শিমা (কলস), সানজীদা রহমান (প্রজাপতি), ডলি আক্তার (ফুটবল), শ্রীমতি পলি রানী (সেলাই মেশিন), হাবিবা বেগম (পদ্মফুল)।

নির্বাচনি তফসিল অনুযায়ী, ২৯ মে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পবা উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন।