ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৪৭ অপরাহ্ন

ক্যাডেট কলেজে শতভাগ পাশ, জিপিএ-৫ ৯৯.৬৭ শতাংশ

  • আপডেট: Monday, May 13, 2024 - 10:51 am

অনলাইন ডেস্ক: এবারের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে দেশের ক্যাডেট কলেজগুলো। ১২টি ক্যাডেট কলেজে ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে এবার ৫৯৮ জন জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে। পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৯ দশমিক ৬৭ শতাংশ। ২০২৩ সালে জিপিএ-৫ ছিল ৯৯ দশমিক ৮৩ শতাংশ।

কলেজ থেকে পাশ করার পর শিক্ষার্থীরা যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সেজন্য নতুন নতুন শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। ক্যাডেট কলেজের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে আভ্যন্তরীণ সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা।

কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, যোগ্যতাসম্পন্ন শিক্ষক অধ্যক্ষসহ অনুষদ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

সোনালী/ সা