ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:১৯ অপরাহ্ন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু

  • আপডেট: Saturday, May 11, 2024 - 11:10 am

অনলাইন ডেস্ক: নরসিংদীর পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে টান ঘোড়াশাল এলাকার রেললাইনে কয়েকজন যুবক ঘুরতে বের হন। এসময় তারা রেললাইনের রক্তের দাগ ও নিচে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায়। কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তারা জানাতে পারেনি। তবে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের বুকিং সহকারী মাসুদ সরকারের ধারনা, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ঘোড়াশালে রেললাইনের নিচে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

 

সোনালী/ সা