ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ২:৪১ অপরাহ্ন

তানোরে সার, বীজ, উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • আপডেট: Saturday, May 11, 2024 - 7:10 pm

তানোর প্রতিনিধি: তানোর উপজেলার কৃষকদের মাঝে আউশ প্রণোদনা সার ও বীজ এবং শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির নগদ টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

তানোর উপজেলা নির্বাহী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন প্রমুখ। এসময় উপকার ভোগী কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৬শ’ ৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ৫ কেজি, উফশী ধান বীজ ১০ কেজি, টিএসপি ও পটাশ ১০ কেজি বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐচ্ছিক তহবিল থেকে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ৩৪টি বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।