ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:০৮ পূর্বাহ্ন

স্ত্রী বাসায় এসে দেখেন ফ্যানে ঝুলছে স্বামী

  • আপডেট: Saturday, May 11, 2024 - 11:14 am

অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে জুনাইদ আল হাবিব লালন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। কাজ শেষে তার স্ত্রী বাসায় এসে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছেন।

আত্মহত্যাকারী লালন ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কুরকুচিকান্দা গ্রামের হাসান আলীর ছেলে।

টঙ্গী পশ্চিম থানার এসআই কাজী নেওয়াজ জানান, কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে একটি জমি কিনে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে লালন। পরে পাওনাদারের চাপে গত ৪ মে স্ত্রীসহ লালন গ্রামের বাড়ি থেকে টঙ্গী এসে ওই এলাকার কামালের বাড়িতে বাসা ভাড়া নেন। উভয়ে ৩-৪ দিন চাকরির জন্য ছোটাছুটি করে এলাকার একটি পোশাক কারখানায় স্ত্রীর চাকরি হলেও লালনের চাকরি না হওয়ায় হতাশায় পরে যান তিনি।

তিনি জানান, শুক্রবার সকালে কাজে গিয়ে দুপুরে বাসায় এসে একসঙ্গে লাঞ্চ করেন লালন ও তার স্ত্রী। পরে লালনকে বাসায় রেখে তার স্ত্রী কাজে চলে যান। সন্ধ্যা ৭টায় কাজ শেষে বাসায় এসে দরজা ধাক্কা দিয়ে দেখেন তার স্বামী গলায় ওড়না দিয়ে ফাঁস পড়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। এ সময় তিনি ডাক-চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সোনালী/ সা